এক কেজি বা এক হাজার গ্রাম মুরগী কেনার পর ক্রেতা মেপে দেখেন ২০০ গ্রাম কম। এমন সংবাদের সত্যতা নিশ্চিত করতে পটিয়া উপজেলার মুন্সেফ বাজারে মোহাম্মদ সেলিম নামে এক মুরগি ব্যবসায়ীর দোকানে গিয়ে ঘটনার সত্যতা পান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম। ইলেক্ট্রনিক্স স্কেলের সঙ্গে একটি রশি লাগিয়ে তাতে টান দিলেই ২শ থেকে ৫শ গ্রাম ওজন বেড়ে যাচ্ছে। বিষয়টি আঁচই করতে পারছেন না ক্রেতারা। ক্রেতা ঠকানোর এ প্রমাণ মেলায় প্রতারক মুরগি ব্যবসায়ী মো. সেলিমকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এসময় তার কাছ থেকে ভবিষ্যতে এরূপ অপরাধ না করার মুচলেকা নেয়া হয়।
গতকাল বুধবার পটিয়ার বিভিন্ন হাট–বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। রমজান ও ঈদে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পটিয়া উপজেলা ও থানা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এসময় যে সব দোকানে পণ্যমূল্য টাঙানো হয়নি সেগুলোকেও সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। ওসি প্রিটন সরকার জানিয়েছেন, ঈদের বাজারে পুলিশি নজরদারি অব্যাহত আছে। কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।












