উপজেলার বড়উঠান গ্রামে অবস্থিত ঐতিহাসিক ইসলামি নিদর্শন ঐতিহ্যবাহী ইলিয়াস খাঁন শাহী জামে মসজিদ সংরক্ষণ করে সড়ক সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বড়উঠান ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ খান সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান, মসজিদ কমিটির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম, সেক্রেটারি আবদুল জব্বার, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা সড়কের উন্নয়ন চাই, দেশের উন্নয়নে সড়ক সম্প্রসারণের প্রয়োজন রয়েছে। তবে সেই ক্ষেত্রে মুসলিম শিল্প নিদর্শন প্রায় চারশ বছরের পুরাতন শাহী মসজিদ সংরক্ষণ করে সড়কের উন্নয়ন করতে হবে। কারণ, এটি ঐতিহ্যবাহী মুসলিম নিদর্শন। আমরা চাই মসজিদ স্থাপনা ঠিক রেখে সড়ক সম্প্রসারণ করা হোক। বক্তারা আরো বলেন, এই মসজিদটি না ভেঙে প্রত্নআইনে সংরক্ষণ করুন। মসজিদের পশ্চিম পাশে প্রচুর জায়গা রয়েছে। সেখান থেকে জমি অধিগ্রহণ করে সরকার এই মুসলিম স্থাপত্য নিদর্শন বহাল রাখার উদ্যোগ গ্রহণ করতে পারে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাবিবুর হক খান, নাজিম উদ্দীন খান, মাওলানা আব্দুল হালিম, এনামুল হক খান, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন খান, জসিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সোহেল খান, মুহম্মদ জুয়েল, আবুল কালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












