ব্যাংকের ৮৫ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মো. শামসুল আলমসহ ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালককে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকীরা হলেন, মো. নুরুল আবছার, কামরুন নাহার বেগম, তাহমিনা বেগম ও মো. নুরুল আলম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে ও উচ্চ আদালতের স্থগিত আদেশ না থাকায় প্রত্যেককে ৫ মাসের সাজা দিয়েছেন।
আদালত সূত্র জানায়, সাউথ ইস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৮৫ কোটি ৩ ৫৮ লাখ ৮৬ হাজার ৯৯০ টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্স নামের কোম্পানি ও এর পাঁচ পরিচালকের বিরুদ্ধে ২০১৩ সালের ২৭ নভেম্বর উক্ত জারি মামলা দায়ের করা হয়।