সাউথ ইস্ট ব্যাংকের ৭৫ কোটি টাকা আত্মসাতের মামলায় মেসার্স ইলিয়াছ ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শামসুল আলমসহ ৫ জনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। বাকীরা হলেন- কোম্পানির চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম। গতকাল বুধবার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। এর আগে গত ১৭ জুন এ সংক্রান্ত একটি আবেদন করেন সাউথ ইস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখার পক্ষে আইন কর্মকর্তা ইউসুফ খান। অর্থঋণ আদালতের পেশকার মো. রেজাউল করিম আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সাউথ ইস্ট ব্যাংক খাতুনগঞ্জ শাখার ৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেসার্স ইলিয়াস ব্রাদার্স নামের কোম্পানি, তার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে ২০১২ সালে একটি অর্থঋণ মামলা (মামলা নম্বর ৫৪/১২) হয়। এ মামলায় তখন রায়ও ঘোষণা হয়। রায়ে ৬০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু তারা তা করেনি। একপর্যায়ে সাউথ ইস্ট ব্যাংক ২০১৩ সালে টাকা ফেরত পেতে একটি জারি মামলা (৭৭/১৩) দায়ের করেন। সে মামলায় তারা আদালতে হাজিরও হন। কিন্তু পরে হাজির হওয়া বন্ধ করে দেন। টাকাও ফেরত দিচ্ছিল না। সময় ক্ষেপণ করতে থাকেন।
তিনি আরও বলেন, ব্যাংকের করা জারি মামলার বিরুদ্ধে বিবাদীরা উচ্চ আদালতে একটি রিট করেন। রিটটি ব্যাংকের পক্ষেই যাই। একপর্যায়ে তারা উচ্চ আদালতে লিভ টু আপীলও করেন। বর্তমানে সেটি চলমান রয়েছে। এর মধ্যে ব্যাংক কর্তৃপক্ষ বিবাদীদের গ্রেপ্তার করতে আদালতের কাছে একটি আবেদন করেন। সে অনুযায়ী ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।