হাটহাজারী প্রতিনিধি জানান, ধলই ইউনিয়নের হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আমিনুল হক পানি শাহ (রহ.) এর নাতি ধলই আমিন ভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীল শাহজাদা সৈয়দ ইলিয়াস জাবেদ মাইজভাণ্ডারী (৬০) গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় ধলই আমিন ভাণ্ডার (হাধুরখীল) প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুতে রাহে ভাণ্ডার তরিকার পীর চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) গভীর শোক জানিয়েছেন।