ইলিশ উৎপাদন বাড়াতে কর্মপন্থা নির্ধারণে মৎস্য বিভাগের সভা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

মৎস্য বিভাগের এক পর্যালোচনা সভা চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, রাসেদুল হক, উম্মুল ফারা তাজকিয়া, শামীম আহমেদ, স্বপন চন্দ্র দে, মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। সভায় মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা এবং ইলিশ উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কর্মপন্থা নির্ধারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতিন দাবিতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সমাবেশ
পরবর্তী নিবন্ধকরোনা সচেতনতায় সিএমপি কমিশনারের প্রচারণা