জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে দক্ষিণ কাট্টলী ও উত্তর কাট্টলী জেলে পাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক ইসমাইল হোসেনের সভাপতিত্বে গতকাল সোমবার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক বিক্রমজিত রায়, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলে প্রতিনিধি সমীরণ দাশ, খেলন দাশ, শুভাস দাশ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন, ইলিশ সম্পদ উন্নয়নে ও ব্যবস্থাপনার কারণে ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ প্রথম। তাই ইলিশ উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে জাটকা রক্ষায় জেলেদের সচেতন থাকতে হবে। উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন সরকার জাটকা আহরণ, বিপণন, ক্রয় বিক্রয়, পরিবহন সম্পূর্ণরূপ নিষেধ। মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সচেতনতা সভায় সহযোগিতা করার আহ্বান জানান। চট্টগ্রাম মহানগরে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১৮৩০ জেলে পরিবারের মাঝে পরিবার প্রতি ৮০ কেজি করে এপ্রিল-মে মাসে ১৪৬.৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












