ইলিশ আহরণে নিষেধাজ্ঞার পর সাগর থেকে মাছ ধরে ফিরতে শুরু করেছে জেলেরা। ইলিশও ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে। তবে সাধারণ ক্রেতারা জানিয়েছেন, ইলিশের দাম এখনো তাদের নাগালের বাইরে।
গতকাল কাজীর দেউরির খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৯০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১১শ থেকে ১২শ টাকায়। এছাড়া ৬০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ৮শ থেকে ৮৫০ টাকায়। অন্যদিকে ফিশারীঘাটের পাইকারী বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, এক কেজি ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ হাজার টাকা। এছাড়া ৭শ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের মণ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকায়।
কাজীর দেউরি বাজারের মাছ বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, বাজারে ইলিশের সরবরাহ খুব বেশি নেই। তাই দাম বাড়তি।
সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার বলেন, এখনো আশানুরূপ মাছ আহরণ শুরু হয়নি। বর্তমানে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ইলিশ আহরণে ব্যয় বৃদ্ধি পেয়েছে।