জোয়ারের কারণে সাগর উত্তাল। এরমধ্যেই জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে শিকার করছে রুপালি ইলিশ। ভালোই সাড়া পাচ্ছে। পরে এসব মাছ আসছে বাজারে। ইলিশে ভরে উঠেছে বাজারের চারপাশ। তবে এর কোনো প্রভাব নেই দামে। এখনো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে ইলিশের দাম। এক কেজি ওজনের ইলিশ মিলছে না এক হাজার টাকার কমে।
টানা ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত ২৪ জুলাই থেকে সাগরে মাছ শিকার শুরু হয়। এরপর থেকে ধরা হচ্ছে ইলিশ। তবে এখন পূর্ণিমার প্রভাবে সাগর বেশ উত্তাল। চলছে মাছ ধরার জো। ফলে এই ভর মৌসুমে আটকা পড়ছে প্রচুর রুপালি ইলিশ। ফিশিং ট্রলারগুলোর পাশাপাশি জেলেদের নৌকায়ও প্রচুর মাছ আসছে আড়তে। নগরীর ফিশারি ঘাটে ইলিশ বোঝাই করে একের পর এক নৌকা ভিড়ছে। বড় বড় ইলিশের পাশাপাশি প্রচুর ছোট ইলিশও ধরা পড়ছে। তবে সাগর পাড়েও কম দামে ইলিশ মিলছে না। এক কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে ১২শ টাকায়।
সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী বলেন, সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে। বৃষ্টির ওপর নির্ভর করে ইলিশের গতিপথ। পুরো মৌসুমজুড়ে এবার ইলিশের সরবরাহ থাকবে। নিষেধাজ্ঞা থাকায় বেশ সুফল মিলছে বলেও তিনি মন্তব্য করেন। তবে বাজারে ইলিশের দাম নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।