ইলিশের ৫ অভয়াশ্রমে দুই মাস মাছ ধরা নিষিদ্ধ

| মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ইলিশ অধ্যুষিত পাঁচ অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা আজ থেকে দুই মাস বন্ধ থাকবে। জাটকা সংরক্ষণের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে বরাবরের মতো ৩০ এপ্রিল পর্যন্ত ছয় জেলায় অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষিদ্ধে গতকাল সোমবার ঘোষণা দিয়েছে সরকার। খবর বিডিনিউজের।
মৎস্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সবধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমহসিন আলী
পরবর্তী নিবন্ধ‘প্রেমিকার বিয়ের খবরে’ রোহিঙ্গা তরুণের আত্মহত্যা