ইলম ও ইশকে মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৭:০৬ পূর্বাহ্ণ

গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (.), হযরত মাওলানা শাহসুফি সৈয়্যদ গোলামুর রহমান বাবা ভান্ডারী (.) স্মরণে ও হযরত হাফেজ ক্বারী মাওলানা শাহসুফি ইয়াকুব আলী শাহ আলমাইজভান্ডারীর (রহ.) ওরস উপলক্ষে ইলম ও ইশকে মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে শাহজাদী নারগিছ আকতার ফাউন্ডেশন আয়োজনে হুলাইন সালেহ নুর ডিগ্রি কলেজে এই মেধা বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী (বড় মিয়া), শাহজাদা নিজামুল করিম ইয়াকুবী, অধ্যক্ষ আশরাফ আলম, মাস্টার কমরুদ্দীন, মহিউদ্দিন খান, মেম্বার আবদুর রশীদ, এস এম এনামুল হক, মোহাম্মদ জুয়েল, মঈন উদ্দিন মারুফ, নিশাদ, তপু, ইশতিয়াক, আশরাফ, আরফাত, মারুফ, ইয়াসিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধরাউজান ক্লাব যাকাত তহবিলের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ