জার্মানির চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানির (এএফডি) প্রতি মার্কিন ধনকুবের ইলন মাস্কের সমর্থন একটি দুর্বল ইউরোপের জন্য ‘যৌক্তিক ও পদ্ধতিগত’ খেলা, তাহলে (ইউরোপ) বর্তমানের মতো এতো শক্তভাবে আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির ভাইস চ্যান্সেলর রাবর্ট হ্যাবেক। খবর বিডিনিউজের। নতুন বছরকে সামনে রেখে দেওয়া বক্তৃতায় হ্যাবেক বলেছেন, মাস্ক যেসব আহ্বান জানিয়েছেন তা অজ্ঞতাপ্রসূত নয়। ফেব্রুয়ারিতে জার্মানিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে গ্রিন পার্টির হয়ে চ্যান্সেল পদ প্রার্থী হয়েছেন হ্যাবেক। তিনি বলেন, এটি যৌক্তিক ও পদ্ধতিগত। মাস্ক তাদের শক্তিশালী করছেন যারা ইউরোপকে দুর্বল করছে। যাদের ক্ষমতার জন্য নিয়মকানুন একটি অনুপযুক্ত সীমাবদ্ধতা দুর্বল ইউরোপে তারাই আগ্রহী।