‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘গুডবাজ’ ও ‘ব্যাডবাজ’ প্রচার হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এবার নির্মাতা নির্মাণ করছেন ‘লাভবাজ’। আর তাতে অন্যতম চরিত্রে অভিনয় করছেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। বেশ বড় আয়োজনে এর শুটিং হয়েছে। সাফা ছাড়াও এখানে অমির নিয়মিত শিল্পীরা অভিনয় করছেন। থাকছে কিছু চমকও।
জানা গেছে, এবারের নাটকটি ভালোবাসা দিবসকে উপলক্ষ্য করে তৈরি হচ্ছে ক্লাব এলিভেন এন্টারটেইনমেন্টের জন্য। সাফাকে এখানে বেশ ভিন্নরূপে পাওয়া যাবে। তার চরিত্রের নাম ‘ইরা’। সাফা বলেন, কাজল আরেফিন অমির কাজ মানেই ভিন্ন কিছু, এটা দর্শক ভালো করে জেনে গেছেন। এবারের ‘লাভবাজ’ও তাই হচ্ছে। খুব ভালো আয়োজনে ও লোকেশনে এর শুটিং হচ্ছে। সব মিলিয়ে আমি খুব আশাবাদী এ নাটকটি নিয়ে। এদিকে সাফা অভিনীত ‘টিকেট’ ওয়েব ফিল্ম মুক্তির অপেক্ষায় রয়েছে। ফেব্রুয়ারির প্রথম দিন এটি চরকিতে উন্মুক্ত হবে। এখানেও ভিন্ন এক সাফার দেখা পেতে যাচ্ছেন দর্শক। সাফা ছাড়াও এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, মনোজ প্রামাণিক প্রমুখ।