ইরান যুদ্ধ নেতানিয়াহুর আজীবন ক্ষমতায় থাকার ধান্ধা : বিল ক্লিনটন

| রবিবার , ২২ জুন, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

ইরানের বিরুদ্ধে ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ মূলত ক্ষমতায় টিকে থাকতে তার দীর্ঘমেয়াদি কৌশল বা ‘ধান্ধা’। এমনটি মনে করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেন, নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন। কারণ, এই যুদ্ধ তাকে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দেয়।

মার্কিন বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’য় অংশ নিয়ে বিল ক্লিনটন এ মন্তব্য করেন। তিনি এও বলেন, তিনি (নেতানিয়াহু) তো গত ২০ বছরে বেশিরভাগ সময়ই প্রধানমন্ত্রীর পদে ছিলেন। তার বর্তমান আচরণ, নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে গড়ে তোলা। খবর বাংলানিউজের।

অনুষ্ঠানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট যুদ্ধ নয় বরং শান্তির আহ্বান জানান। ইরানইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লিনটন বলেন, আমি চাই প্রেসিডেন্ট ট্রাম্প এই উত্তেজনা প্রশমিত করবেন। বেসামরিক মানুষের ওপর যে লাগাতার হামলা চলছে তিনি সেটি বন্ধের উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, আমার মনে হয়, আমাদের এই সংঘাত প্রশমিত করার চেষ্টা করা উচিৎ। আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন না যে ট্রাম্প বা নেতানিয়াহু কেউই পূর্ণমাত্রার একটি আঞ্চলিক যুদ্ধ চান। তিনি বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে, তাদের পাশে আমরা আছি; প্রয়োজনে তাদের রক্ষা করব। তবে যেসব গোপন যুদ্ধের মূল শিকার হয় নিরীহ মানুষ, যারা রাজনীতি বা সংঘাতে জড়িত নন; সেই পথ কোনো ভালো সমাধান হতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ধারের টাকা না পেয়ে বিনা চিকিৎসায় পিতার মৃত্যু
পরবর্তী নিবন্ধট্রাম্প রেগে যেতেই ডিগবাজি তুলসীর