ইরানের হিজাব পরার নিয়ম না মানার জেরে হামলার শিকার হয়ে কোমায় থাকা কিশোরী এখন ‘ব্রেন ডেড’ বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। গত ১ অক্টোবর তেহরানের মেট্রো ট্রেনে চড়ার পর আরমিতা গারাওয়ান্দ নামের ১৬ বছর বয়সী ওই কিশোরী পড়ে যান। মানবাধিকার কর্মীদের অভিযোগ, হিজাব না পরার কারণে নীতি পুলিশ তার ওপর হামলা করেছে। প্রত্যক্ষদর্শীরা বলছে, তাকে পুলিশ কর্মকর্তারা মারধর করেছিল। মূলত নীতি পুলিশের খপ্পরে পড়েছিল কিশোরী। এরপর পুলিশের সঙ্গে বচসা বাধলে আরমিতা হামলার মুখে পড়েন। তবে কর্তৃপক্ষ বলছে, কিশোরী নিম্ন রক্তচাপের কারণে ট্রেনে অচেতন হয়ে গিয়েছিল। খবর বিডিনিউজের।
ইরান কর্তৃপক্ষের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আরমিতা গারাওয়ান্দ মাথায় হিজাব ছাড়াই তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে আরও দুই কিশোরীর সঙ্গে ট্রেনে উঠেছিলেন। এরপর এক কিশোরী ট্রেন থেকে নেমে নুয়ে পড়েন। এরপর ওই কিশোরী এবং অন্যান্য ট্রেন যাত্রীদেরকে দেখা যায় অচেতন অবস্থায় আরমিতাকে বহন করে নিয়ে আসতে। আরমিতাকে নিয়ে এসে প্লাটফর্মে শুইয়ে দেওয়া হয়। তবে ট্রেনের ভেতরের কিংবা ঢোকার পথের কোনও সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়নি। ইরানে কুর্দিদের অধিকার তদারককারী একটি মানবাধিকার গোষ্ঠী অভিযোগ করে বলেছে, আরমিতাকে পিটিয়েছে কর্তৃপক্ষ। হিজাব পরার নিয়ম না মানার কারণে তাকে মারধর করা হয়েছে। এতে তিনি মারাত্মকভাবে জখম হন। এর পর থেকে হাসপাতালে তার চিকিৎসা চলছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আরমিতার ‘ব্রেন ডেথ’ হয়েছে বলেই প্রতীয়মান হচ্ছে। এর আগে ১১ আরমিতার অবস্থার অবনতি হচ্ছে বলে জানানো হয়েছিল।