ইরানে লক্ষ্যস্থলের আওতা কমিয়েছে ইসরায়েল, বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের

| সোমবার , ১৪ অক্টোবর, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

ইরানে প্রতিশোধমূলক হামলা চালানোর সময় কোন কোন লক্ষ্যে আঘাত হানা হবে তার আওতা ইসরায়েল সীমিত করেছে বলে বিশ্বাস মার্কিন কর্মকর্তাদের। সব লক্ষ্যস্থলের মধ্যে ইরানের সামরিক ও জ্বালানি খাত ছিল বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানান, ইরানের পারমাণবিক স্থাপনা বা কোনো শীর্ষ কর্মকর্তাকে গুপ্তহত্যার লক্ষ্য ইসরায়েলের আছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। খবর বিডিনিউজের।

তবে কীভাবে এবং এখন এসব হামলা চালানো হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল এখনও নেয়নি বলে শনিবার দাবি করেছেন তারা। ইরান ১ অক্টোবর ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল হামলার কী প্রতিক্রিয়া করে তা দেখতে পুরো মধ্যপ্রাচ্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করে আছে। ইরান জানিয়েছে, লেবাননে ইসরায়েলের আক্রমণ এবং তাদের মিত্র হামাসের নেতা ইসমাইল হানিয়াকে তেহরানে ও হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহকে বৈরুতে হত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে হামলা চালিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধ১০০ গানের কাজ শুরু করছেন রবি চৌধুরী
পরবর্তী নিবন্ধবিহারে দুর্গাপূজার প্যান্ডেলে নির্বিচার গুলি, আহত ৪