ছয় সপ্তাহ আগে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে যে বিক্ষোভের আগুন জ্বলেছিল তা হাজার গুণ তীব্র হয়েছে তার চল্লিশার রাতে। গত ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মারা যান মাশা। তার তিনদিন আগে ভাইয়ের সঙ্গে তেহরান গিয়ে নীতি পুলিশের হাতে আটক হন ২২ বছরের কুর্দি এই তরুণী। হিজাব ঠিকমত না পরার অপরাধে পুলিশ তাকে আটক করে এবং তার মাথায় এত বেশি আঘাত করে যে তিনি কোমায় চলে গিয়েছিলেন। খবর বিডিনিউজের।
হাসপাতালে তিনদিন কোমায় থাকার পর মাশা মারা যান। পুলিশের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাশার মৃত্যুর পরদিন তার দাফনের সময় তার শহর সাকেজে যে বিক্ষোভের আগুন জ্বলেছিল তা এখন পুরো ইরান জুড়ে ছড়িয়ে পড়েছে। বিবিসি জানায়, বুধবার ইরানের সব বড় বড় নগরীতে হাজার হাজার মানুষ সড়কে নেমে বিক্ষোভ করেছে।
এমনকী সরকারের দমন-পীড়নের কারণে যেসব নগরীতে বিক্ষোভ স্তিমিত হয়ে এসেছিল সেখানেও এদিন অনেক বিক্ষোভকারী সড়কে নেমেছেন। সামপ্রতিক সময়ে ইরানের ক্ষমতাসীনদের এতবড় গণআন্দোলনের মুখে পড়তে হয়নি। বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৩৪ বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানায় নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস। নিহতদের মধ্যে ২৯ জন অপ্রাপ্ত বয়স্ক।