ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত অঞ্চলে বন্দুকধারীদের হামলায় ৯ পাকিস্তানি নিহত হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রদূত এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে। সমপ্রতি পাকিস্তান ও ইরানের ভূখণ্ডে দুই দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি হামলার পর উত্তেজনাপূর্ণ সম্পর্ক মেরামতের চেষ্টা চলার মধ্যে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সারাভান শহরে প্রাণঘাতী এ হামলা হল। খবর বিডিনিউজের।
তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ মুদাসসির টিপু এঙ প্লাটফর্মে বলেন, ‘সারাভানে ৯ পাকিস্তানি হত্যার ভয়াবহ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানাই। আমরা এই ঘটনায় পুরোপুরি সহযোগিতা করার জন্য ইরানকে আহ্বান জানাচ্ছি।’ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, পুলিশ হত্যার ঘটনার পর পালিয়ে যাওয়া তিন বন্দুকধারীকে খুঁজছে।