ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ৩৭ বছর ধরে চলে আসা শাসনব্যবস্থা অবসানের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। গত কয়েক সপ্তাহ ধরে ইরানজুড়ে চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ট্রাম্প শনিবার যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক পলিটিকো পত্রিকাকে বলেন, ‘এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” খবর বিডিনিউজের।

খামেনির কেবলমাত্র একটি সিদ্ধান্তের প্রশংসা করে তিনি বলেন, ‘দুই দিনে ৮০০ মানুষকে ফাঁসি না দেওয়াটাই আজ পর্যন্ত তার (খামেনি) নেওয়া সবচেয়ে ভাল সিদ্ধান্ত।’ কিন্তু ইরানের শাসকগোষ্ঠী দেশ পরিচালনায় দমনপীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে যুক্তি দেখিয়ে খামেনির বিরুদ্ধে ‘দেশ পুরোপুরি ধ্বংস করা’এবং ‘নজিরবিহীন মাত্রায় সহিংসতা’ অবলম্বনের অভিযোগ করেন ট্রাম্প।

এর আগে শনিবারেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এঙে এক কড়া বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে ‘উস্কানিদাতাদের’ উৎসাহিত করার অভিযোগ করেছিলেন। তিনি ট্রাম্পকে একজন ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলেন, ‘ইরানিদের প্রাণহানি, ক্ষয়ক্ষতি ও তাদের ওপর অপবাদের জন্য তিনিই দায়ী।” ইরানে বিক্ষোভ শুরুর পর কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ইরানিদেরকে বিক্ষোভ চালিয়ে যাওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘সাহায্য আসছে।’

এদিকে অপর এক খবরে বলা হয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভসহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষের প্রাণ গেছে, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় পাঁচশ সদস্য রয়েছে। দেশটির কর্তৃপক্ষ মৃতের এ সংখ্যা যাছাই করেছে বলে সেখানকার এক কর্মকর্তার বরাতে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তা ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানের উত্তরপশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। এ অঞ্চলটিতে কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয়; অতীতে বিভিন্ন অস্থিরতার সময়েও সেখানকার সহিংসতা ছিল সবচেয়ে তীব্র।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশের মাধ্যমে জনতার ঐক্য আরও সুদৃঢ় হবে
পরবর্তী নিবন্ধমব সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানাকে শোকজ