ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভে নিহত ৬

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ইরানের দুর্বল অর্থনীতিকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ বৃহস্পতিবার দেশটির গ্রামীণ প্রদেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে অন্তত ছয়জন নিহত হয়েছেন। রাজধানী তেহরানে বিক্ষোভের গতি কিছুটা কমলেও দেশের অন্যান্য এলাকায় তা বিস্তৃত হয়েছে। বুধবার একজন এবং বৃহস্পতিবার পাঁচজন নিহত হন। নিহতদের ঘটনাগুলো ঘটেছে তিনটি শহরে, যেগুলো মূলত ইরানের লুর জাতিগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। এই বিক্ষোভ ২০২২ সালের পর ইরানে সবচেয়ে বড় আন্দোলনে পরিণত হয়েছে। সে সময় পুলিশ হেফাজতে ২২ বছর বয়সী মাসা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল। তবে বর্তমান আন্দোলন এখনো পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়েনি এবং মাসা আমিনির মৃত্যুকে ঘিরে হওয়া আন্দোলনের মতো তীব্রও হয়নি।

বর্তমান আন্দোলনে সবচেয়ে তীব্র সহিংসতা দেখা গেছে লোরেস্তান প্রদেশের আজনা শহরে, যা তেহরান থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তায় আগুন জ্বলছে এবং গুলির শব্দের মধ্যে লোকজন ‘লজ্জা নেই! লজ্জা নেই!’ বলে চিৎকার করছে। খবর বাংলানিউজ।

আধাসরকারি ফার্স সংবাদ সংস্থা জানায়, সেখানে তিনজন নিহত হয়েছেন। অন্যান্য গণমাধ্যম, বিশেষ করে সংস্কারপন্থী সংবাদমাধ্যমগুলো, ফার্সের বরাত দিয়ে এ খবর প্রকাশ করলেও রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আজনা বা অন্য কোথাও সহিংসতার বিষয়টি পুরোপুরি স্বীকার করেনি।

চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়েছেন এবং পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে। ভিডিওগুলোর দৃশ্য লর্ডেগানের পরিচিত স্থানের সঙ্গে মিলে যায়, যা তেহরান থেকে প্রায় ৪৭০ কিলোমিটার (২৯০ মাইল) দক্ষিণে।

সংবাদ সংস্থা ফার্স এক অজ্ঞাত কর্মকর্তার বরাতে জানায়, বৃহস্পতিবারের বিক্ষোভে সেখানে দুইজন নিহত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন হামলা নিয়ে মুখ খুললেন না মাদুরো, সংলাপে আগ্রহের ইঙ্গিত
পরবর্তী নিবন্ধআজাদীর সাংবাদিক সোহেলের পিতার ইন্তেকাল