ইরানে করোনার চতুর্থ ঢেউ রুখতে ১০ দিনের লকডাউন

| রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:০৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ ঢেউ রুখতে ইরানের অধিকাংশ অঞ্চলে গতকাল শনিবার থেকে ১০ দিনের লকডাউন জারি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি জানিয়েছেন, ইরানের ৩১টি প্রদেশের ২৩টিতে এই লকডাউন কার্যকর হবে। লকডাউনে ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, থিয়েটার ও খেলাধুলার অনুষ্ঠান বন্ধ থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকরোনার টিকায় ঘাটতি, মুম্বাইয়ে লকডাউন
পরবর্তী নিবন্ধকোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলিতে নিহত ৫