ইরানের সিদ্ধান্তে হতাশ যুক্তরাষ্ট্র

| মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

পরমাণু সমঝোতা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা প্রত্যাখ্যানের ইরানের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালাতে প্রস্তুত রয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় ইউনিয়নের এ সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যানের পরপরই নিজেদের এমন হতাশার কথা জানায় ওয়াশিংটন। রবিবার খাতিবজাদেহ জানান, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সমপ্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সামপ্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে।
খাতিবজাদেহর বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় এ ব্যাপারে প্রতিক্রিয়া জানান হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১০৯
পরবর্তী নিবন্ধএসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ক্রাশ কোর্স