ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলা ‘ইসরায়েলের কাজ’

| মঙ্গলবার , ৩১ জানুয়ারি, ২০২৩ at ৬:৫৫ পূর্বাহ্ণ

ইরানের একটি সামরিক কারখানায় ড্রোন হামলার পেছনে সম্ভবত ইসরায়েল রয়েছে বলে মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। ইরান দাবি করেছে, শনিবার রাতে মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের কাছে একটি সামরিক কারখানায় ড্রোন হামলা প্রতিহত করেছে তারা এবং এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ওই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ স্বতন্ত্রভাবে নির্ণয় করা যায়নি। ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে রাতের আকাশে আলোর ঝলকানি এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহন দেখা গেছে। খবর বিডিনিউজের।

ইসরায়েলের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ইরানের প্রধান শত্রু ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, তেহরানের পারমাণবিক অথবা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের লক্ষ্যস্থলগুলোতে হামলা চালাবে তারা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে হামলার সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না। হামলার ক্ষেত্রে ইসরায়েলের ভূমিকার দিকে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত করছেন, এ নিয়ে প্রথম খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল, তাদের প্রতিবেদনে অজ্ঞাত বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধএকাই ৩৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান খান
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকায় জন্মদিনের পার্টিতে গুলি, নিহত ৮