ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার ইংলিশ ‘চমক’ নিয়ে হাজির হচ্ছেন। যার অভ্যাস-অকারণে শুধু ইংলিশ বলা! সে জন্য তার নামও হয়ে যায় ‘ইংলিশ রানা’। আর তার বিপরীতে এতে নায়িকা হিসেবে কাজ করলেন ‘মহানগর’-খ্যাত রুকাইয়া জাহান চমক। ‘ইংলিশ রানা’ নামের মজার এই কাজ প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে সমপ্রতি। বেশ মজার ছলে একটি বিল্ডিংয়ের গল্প উঠে আসবে এতে। আমার সঙ্গে থাকছেন চমক। মেহেদী হাসান রানার গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন নয়ন।
এর গল্পটা এমন-রানা ইংরেজিতে কথা বলতে ভালোবাসে। এটি রোগের পর্যায়েও চলে গেছে। তার সঙ্গে কেউ ইংরেজিতে কথা না বললে সে বেশ উত্তেজিত হয়ে যায়। শুধু তাই নয়, বিষয়টা মারামারির পর্যায়ে গড়ায়। এজন্য তার বাসার কাজের বুয়া, দারোয়ান, ভাড়াটিয়া সবাই বিরক্ত। রানা বাড়ির মালিকের ছেলে, তাই বিষয়টি সবাই মেনে নেয়, অনেকে আবার তাকে পাগলও ভাবে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এতে ইরফান সাজ্জাদ ও চমক ছাড়াও অভিনয় করেছেন এম শফি, রকি খান, শিখা মৌ, পামিরসহ অনেকে। শিগগিরই ‘ইংলিশ রানা’ প্রচার হবে আরটিভিতে।