ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইসরায়েলের

| শুক্রবার , ২১ মার্চ, ২০২৫ at ৯:৪৯ পূর্বাহ্ণ

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করেছে তারা। খবর বিডিনিউজের।এর আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের পুলিশ জানিয়েছে, তেল আবিব ও জেরুজালেমেও সাইরেন শোনা গেছে। এক বিবৃতিতে নিজেদের বিমান বাহিনীর কথা উল্লেখ করে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে প্রবেশ করার আগেই আইএএফ বাধা দিয়ে ধ্বংস করেছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, কোনো গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেনি। ইয়েমেনের হুতি সামরিক বাহিনীর মুখপাত্র টেলিভিশনে সমপ্রচার করা এক বিবৃতিতে জানিয়েছেন, তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮.৪৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেন ফোনালাপ: সামান্য ছাড়েই কৌশলগত বড় জয়ের পথে পুতিন