ইয়াহিয়া জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের ঘোষণা দেন

আজাদী ডেস্ক | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

১৯৭১ সালের এদিনে শহর থেকে গ্রাম পর্যন্ত স্বাধীনতার জন্য বাঙালির সংগ্রামে গর্জে উঠে। যতই দিন গড়াচ্ছিল, রাজনৈতিক সংকট ততই গভীরতর হচ্ছিল। এদিন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ২৫ মার্চে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করে বলেন, পাকিস্তানের উভয় অংশের নেতৃবৃন্দের মধ্যে আলোচনাক্রমে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের পরিবেশ সমপ্রসারণের সুযোগ সৃষ্টির জন্য ২৫ মার্চের অধিবেশন স্থগিত রাখা হয়েছে। দুপুরে প্রেসিডেন্ট ভবন থেকে কড়া সামরিক প্রহরায় হোটেলে ফিরেই ভুট্টো তার উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন। এই বৈঠক শেষে ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টি নেতৃবৃন্দ সন্ধ্যায় প্রেসিডেন্ট ভবনে যান। রাতে সেখান থেকে ফিরে ভুট্টো হোটেল লাউঞ্জে অনির্ধারিত এক সংবাদ সম্মেলন করে বলেন, প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ প্রধান বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছেন। তবে এ ঐকমত্য অবশ্যই পিপলস পার্টির কাছে গ্রহণযোগ্য হতে হবে। পিপলস পার্টির অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত পশ্চিম পাকিস্তানিরা মেনে নিতে পারে না।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ায় অধ্যয়নরত হিযবুত তাহরীরের সদস্য চট্টগ্রামে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধহাজার কোটি টাকার কয়লার চালানে বিপুল পরিমাণ মাটি