ইয়াসির আরাফাত রাহিম : এক তরুণ সঙ্গীতশিল্পীর উত্থান

| রবিবার , ১৩ জুলাই, ২০২৫ at ৯:১২ অপরাহ্ণ

বাংলাদেশের সঙ্গীত জগতে উদীয়মান এক নাম ইয়াসির আরাফাত রাহিম। ১৭ জুলাই ২০০৭ সালে ঢাকায় জন্মগ্রহণকারী এই তরুণ শিল্পী একাধারে গীতিকার এবং গায়ক। বাবা আমিনুল ইসলাম এবং মা রাজিয়া খানমের জ্যেষ্ঠ সন্তান ইয়াসির। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার বড়; তার মেজ ভাইয়ের নাম ইয়াসিন রহমান রাইয়ান এবং ছোট ভাই মোঃ আলী মুসা। ইয়াসির মূলত ইংরেজি, হিন্দি এবং পাঞ্জাবি ভাষায় গান রচনা ও পরিবেশন করে থাকেন।

সঙ্গীতের প্রতি ইয়াসিরের ভালোবাসা ছোটবেলা থেকেই। বিশেষ করে ভারতীয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং এবং আতিফ আসলামের গান তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এই দুই কিংবদন্তীর অনুপ্রেরণায় ২০২৩ সালে ইয়াসির তার সঙ্গীত জীবনের প্রথম গাওয়া গান প্রকাশ করেন। গানটি ছিল ভারতীয় বলিউড সিনেমা গান ‘Apna Bana Le’ যার মূল গায়ক আর্জিত সিং। গানটি প্রকাশের পর শ্রোতামহলে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করলেও, দুর্ভাগ্যবশত কপিরাইট সংক্রান্ত জটিলতার কারণে গানটি পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিতে হয়।

প্রথম গানটি মুছে ফেলার ঘটনা ইয়াসিরের জন্য একটি বড় ধাক্কা ছিল। বিশেষ করে, যখন তার এসএসসি পরীক্ষা সন্নিকটে ছিল। এই ঘটনার পর তিনি সাময়িকভাবে সঙ্গীত জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেন। ইয়াসির মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে তার এসএসসি পরীক্ষা সম্পন্ন করেন এবং বর্তমানে মিরপুর কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

এসএসসি পরীক্ষার পর, ২০২৪ সালে ইয়াসির আবারও সঙ্গীত জগতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। তবে এবার তিনি ভিন্ন পরিকল্পনা নিয়ে আসেন। নিজের লেখা গান দিয়ে শ্রোতাদের মন জয় করার লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেন। ইংরেজি, হিন্দি এবং পাঞ্জাবি—এই তিনটি ভাষায় তিনি গান রচনা শুরু করেন।

২০২৫ সালের ৪ মার্চ, ইয়াসির তার প্রথম মৌলিক গান ‘Tere Bina’ প্রকাশ করেন। এটি একটি হিন্দি পপ ভালোবাসার গান, যা প্রকাশের পর ভালো জনপ্রিয়তা লাভ করে। এর পরপরই তিনি প্রকাশ করেন ইংরেজি পপ ভালোবাসার গান ‘In Your Eyes’। এই দুটি গানের সাফল্য ইয়াসিরকে আরও অনুপ্রাণিত করে।
এরপর ইয়াসির তার প্রথম অ্যালবাম ‘Forever Love” প্রকাশ করেন। এই অ্যালবামটি তিনটি ইংরেজি ভালোবাসার গান নিয়ে তৈরি, যা চিরন্তন ভালোবাসার বার্তা বহন করে। অ্যালবামটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। তার গানগুলো বিশেষ করে ইনস্টাগ্রাম এবং স্পটিফাইতে প্রচুর জনপ্রিয়তা অর্জন করে।

‘Forever Love” অ্যালবাম প্রকাশের পর ইয়াসির তার পরবর্তী গান হিসেবে পাঞ্জাবি পপ ভালোবাসার গান ‘Tere Naal’ এবং পরবর্তীতে ‘Chehara Tera’ প্রকাশ করেন। এই গানগুলোও তার আগের গানগুলোর মতোই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং সঙ্গীত জগতে ইয়াসিরের অবস্থানকে আরও সুদৃঢ় করে।

ইয়াসির আরাফাত রাহিমের সংগীতচর্চা ভাষাগত বৈচিত্র্যের মধ্য দিয়ে বিকাশ লাভ করেছে। সংগীত জীবনের প্রাথমিক পর্যায়েই তিনি একাধিক ভাষায় গান রচনা ও পরিবেশন করেছেন, যা তার কাজের বৈচিত্র্য তুলে ধরে।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফলাফলে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের অনন্য সাফল্য
পরবর্তী নিবন্ধপূর্ব শত্রুতার জেরে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ