স্প্যানিশ ফুটবল তারকা লামিন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি ছুরিকাঘাতের শিকার হয়েছেন। স্পেনের উত্তর–পূর্বে অবস্থিত মাতারো শহরের পার্কিং লটে তার ওপর এই হামলা করা হয়। হামলার পর গুরুতর অবস্থায় মৌনিরকে নিকটবর্তী শহর বাদালোনার কান রুতি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় ও আঞ্চলিক পুলিশ ঘটনার বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে খুঁজে পেয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাতালান পুলিশ বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তারা আরও একজনকে খুঁজছে। গ্রেফতারকৃতদের মাতারো পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এএফপি। তবে এখনো পর্যন্ত পুলিশের তদন্তকারীরা নাসারাউয়ির সঙ্গে কথা বলেনি। তার শারীরিক অবস্থার একটু উন্নতি হলে পুলিশ জবানবন্দি নেবে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট রেলেভো অফিসিয়াল সূত্রের বরাত জানায়, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মৌনির বাড়ি ফিরে গেছেন। বার্সেলোনা প্রদেশের উপকূলীয় শহরেই বেড়ে উঠেছেন ইয়ামাল। এর মধ্যেই ফুটবল বিশ্বে আলোড়ন তুলেছেন এই বিস্ময় বালক। সদ্য সমাপ্ত ইউরোতে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনন্য অবদান আছে তার।