ইয়াবা মামলায় দুই নারীসহ ৩ জনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার ড্রামপট্টি এলাকার একটি বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় দুই নারীসহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তারা হলেন, জোহরা খাতুন, নূর নাহার ও মো. আইয়ুব।

গতকাল চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামির কেউ কাঠগড়ায় হাজির ছিলেন না। জামিনে গিয়ে তারা পলাতক। এ জন্য তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালে ড্রামপট্টি এলাকার একটি বাসা থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্ত তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে একই বছরের ৩০ অক্টোবর চার্জশিট দিলে পরের বছরের ১৬ মার্চ চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ ৩ জুলাই
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল