ইয়াবা পাচার করতে গিয়ে চট্টগ্রামে ডিবির জালে প্রেমিক-প্রেমিকা

আজাদী অনলাইন | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১১:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরে ৫ হাজার ২০০ ইয়াবা পাচার করতে গিয়ে মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের জালে আটকা পড়ল প্রেমিক-প্রেমিকা।

বুধবার (২৬ জুন) আকবরশাহ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আবুল কাশেম (৩৪) ও ইয়াসমিন আক্তার রেশমী (১৯)।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিক এলাকায় হোটেল নিউ আমন্ত্রণের বিপরীত পাশে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে টাঙ্গাইলগামী অমর এন্টারপ্রাইজ নামীয় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাসের ভিতর সিটে বসে থাকা গ্রেফতারকৃতদের কাছ ৫ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার সাদিরা খাতুন জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আকবরশাহ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রজ্ঞাপন জারি সিআইইউর স্থায়ী ট্রেজারার হলেন ড. রশিদ আহমেদ