ইয়াবা কারবারি শাহজাহান আনসারীর সম্পদ জব্দের নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৭:৪৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের আলোচিত ইয়াবা কারবারি শাহজাহান আনসারীর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদ এ নির্দেশ দেন।

আদালতের নির্দেশনা পাওয়ার পরপরই শাহজাহান আনসারীর স্থাবর বেশকিছু সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক। জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে, ২৮ লাখ ৪১ হাজার ১৫০ টাকা মূল্যের কক্সবাজার পৌরসভার মৌজায় ৭ দশমিক ৫০ শতক জমি এবং এই জমির উপর নির্মিত ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের বিলাস বহুল তিন তলা বিশিষ্ট একটি ভবন, ৫১ লাখ ৬৮ হাজার ৬১০ টাকা মূল্যের ৬ দশমিক ৫০ শতক জমি, ১৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৪ শতক জমি এবং ৪৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি জব্দ করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর শাহজাহান ও তার স্ত্রী জিগারুননেছার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই খালে নিখোঁজ শিশুর লাশ মিলল রাজাখালী খালে
পরবর্তী নিবন্ধঘুষ নেয়ার অভিযোগ, চসিকের দুই প্রকৌশলী ওএসডি