নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ইয়াবাসহ ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বৃদ্ধ কামাল হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মৃত রইস উদ্দিনের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, নিউমার্কেট এলাকা থেকে এক বৃদ্ধকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো কক্সবাজার থেকে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে তিনি জানিয়েছেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।












