কক্সবাজার থেকে চট্টগ্রাম নগরী হয়ে ঢাকায় ইয়াবা পাচারের চেষ্টা ও ইয়াবা উদ্ধারের মামলায় লোটাস পরিবহনের একটি বাসের হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি হলেন, কুমিল্লার সদর দক্ষিণের বকশী উত্তর পাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. শাহাদাত হোসেন রনি। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূইয়া এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী নোমান চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালতসূত্র জানায়, ২০১৯ সালের ২৮ আগস্ট কঙবাজার থেকে নগরীর শোলকবহর হয়ে ঢাকায় পাচারের সময় ৫ হাজার ৪৩০ পিস ইয়াবাসহ লোটাস পরিবহনের বাসের হেলপার মো. শাহাদাত হোসেন রনিকে গ্রেপ্তার করে র্যাব। বাসের ভেতর থেকে এসব ইয়াবা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ৭ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি হেলপার মো. শাহাদাত হোসেন রনির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।