ইয়াজিদি আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়ে মানবাধিকারের পতাকা উড্ডীন রেখেছিলেন ইমাম হোসাইন (রা.)

আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিনে বক্তারা

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৪১ পূর্বাহ্ণ

শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আয়োজনে ১০ দিনব্যাপী ৪০ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৯ম দিনে গতকাল শনিবার সভাপতিত্ব করেন শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও চেয়ারম্যান এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। বক্তারা বলেন, সেদিন কারবালার ময়দানে নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা) মজলুম মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। ইসলাম নির্দেশিত শান্তি, সম্প্রীতি, ঐক্য ও মানবাধিকারের প্রতীক ছিলেন হযরত ইমাম হোসাইন (রা)। কারবালা ময়দানে ঘৃণ্য মানবতাবিরোধী ইয়াজিদি আদর্শের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। জীবন হুমকির মুখে জেনেও সেদিন সত্য, ন্যায়নীতি, ইনসাফ ও মানবাধিকারের পতাকা উড্ডীন রেখেছিলেন হযরত ইমাম হোসাইন (রা)

মাহফিলে অতিথি ছিলেন, প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ একরামুল করিম, পিএইচপি ফ্যামিলির পরিচালক মুহাম্মদ আমির হোসেন সোহেল, ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ড. আল্লামা আবু তৈয়ব মুহাম্মদ লিয়াকত আলী, জমিয়তুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, পিএইচপি কোরআনের আলোর মাওলানা আবুল কাশেম নূরী, মাওলানা মুফতি মহিউদ্দীন, হাফেজ মাওলানা জাকারিয়া, শাহজাদা সৈয়দ শফিউল আজম, শাহজাদা সৈয়দ আমানুল্লাহ আহসান, সৈয়দ সম্রাট মুহাম্মদ আকবর, সমাজসেবক আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। কারবালার স্মৃতি স্মরণ নিয়ে আলোচনা করেন আল্লামা মুহাম্মদ জহুরুল ইসলাম ফরিদি (ঢাকা)। কারবালার চেতনাই বিভ্রান্ত মুসলিম সমাজের পাথেয় বিষয়ে আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুল ইসলাম। আহলে বায়তে রাসূলের () শান মর্যাদা নিয়ে আলোচনা করেন জমিয়তুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ আল্লামা আহমদুল হক।

পরিচালনা পর্ষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলশাদ আহমেদের নির্মিত বিগত দিনের চমৎকার একটি ভিডিও ডকুমেন্টারি মাহফিলে পরিবেশিত হয়। ড. জাফর উল্লাহর সঞ্চালনায় মাহফিলে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির ডাইরেক্টর মুহাম্মদ আলী হোসেন সোহাগ, খোরশেদুর রহমান, মোহাম্মদ আনোয়ারুল হক, মুহাম্মদ সাইফুদ্দীন, প্রফেসর কামাল উদ্দীন আহমদ, আব্দুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, হাফেজ ছালামত উল্লাহ, জাফর আহমদ সওদাগর, মনসুর সিকদার, মাওলানা কাযী জালাল উদ্দীন, আবু সাঈদ মুহাম্মদ হামেদ, মোহাম্মদ মাহবুবুল আলম, মাইনুদ্দীন মিঠু, আলহাজ্ব গাজী মোহাম্মদ ইদ্রিস, নাজিব আশরাফ, ওসমান গণি, ফরিদ মিয়া, জহির উদ্দিন, ফিরোজসহ বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, মোতোয়াল্লী ও ইমামগণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার পাঁয়তারা করছে
পরবর্তী নিবন্ধযথাসময়ে নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ