ইয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৪৬ পূর্বাহ্ণ

হলদিয়া হযরত ইয়াছিন শাহ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মাদক ও ধূমপান বিরোধী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রিদোয়ানুল ইসলাম, থানার ওসি জাহেদ হোসেন, আবদুল মোমেন, এস এম বাবর, হক সুমন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মাহজন। বক্তারা বলেন, মোবাইল আসক্তি,মাদক, ধূমপান হচ্ছে বিষপানের মত। এসব কাজ থেকে তোমাদের দূরে থাকতে হবে। বক্তাগণ সার্বজনীন পেনশন স্কিমের সুফল নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।

পূর্ববর্তী নিবন্ধদিদার মার্কেট প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে উত্তর জেলা তাঁতী লীগের মতবিনিময় সভা