ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগীয় দল

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ জাতীয় ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে চট্টগ্রাম বিভাগীয় দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুরের সাথে ড্র করে টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠে গেছে চট্টগ্রাম বিভাগ। গতকাল শুক্রবার খুলনা বিভাগীয় স্টেডিয়ামে দুদিনের ম্যাচের শেষ দিন পুরো ৯০ ওভার খেলে ১৯৭ রান করে করে চট্টগ্রাম। ম্যাচ ড্র হলেও বোনাস পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে খেলা নিশ্চিত করে তারা। এ গ্রুপের অপর দল বিকেএসপি। এছাড়া অপর গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা ও রাশশাহী বিভাগ। গতকাল শু্‌ক্রবার সকালে আগের দিনের বিনা উকেটে ১ রান নিয়ে খেলতে নামা চট্টগ্রাম ৫০.৪ ওভারে মাত্র ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তবে লাবিব ও ফাহিমের দৃঢ়তায় শেষ পর্যন্ত পুরো ৯০ ওভার খেলে একটি বাড়তি বোনাস পয়েন্ট আদায় করে নেয়। ফলে টুর্নামেন্ট মোট ১৮ পয়েন্ট নিয়ে সেমিতে ওঠে চট্টগ্রাম। চট্টগ্রামের পক্ষে লাবিব সর্বোচ্চ ৮৭ রান করে। এছাড়া ক্যাপ্টেন আরশাদুল ২৬ ও ফাহিম ১৭ রান এবং প্রতিপক্ষের আমির হামজা, নিতাই ও কাইয়ুম ২ টি করে উইকেট নেয়। আগের দিন রংপুর করেছিলো ৮৬.৪ ওভারে ২৬৫ রান। খেলায় একমাত্র সেঞ্চুরিয়ান রংপুরের আবদুল আল মিরাজ। ১২৮ করে প্লেয়ার অব দ্যা ম্যচ নির্বাচিত হয় মিরাজ। এদিকে চট্টগ্রাম দল সেমিফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগী কমিশনার ড. মো: জিয়াউদ্দীন সকল খেলোয়াড়কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন। ১১ মার্চ সেমিফাইনালে চট্টগ্রাম বিভাগের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ। আর খুলনা খেলবে বিকেএসপির বিপক্ষে। ম্যাচ দুটি হবে ৩ দিনের।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চালাবেন পল রাইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ
পরবর্তী নিবন্ধআইসিসি ফেব্রুয়ারির সেরার লড়াইয়ে শুভমান গিল, স্টিভেন স্মিথ ও গ্লেন ফিলিপস