বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব–১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর খেলা গতকাল সকালে সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেঙ মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় এবং বিসিবির হাই পারফরম্যান্স কোচ গোলাম সরোয়ার, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ কাজল। এছাড়াও জেলা কোচ শেখ মাহবুবুল করিম মিঠুসহ খেলায় অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম ভেন্যুর উদ্বোধনী ম্যাচে বিশাল জয় দিয়ে শুভ সুচনা করেছে খাগড়াছড়ি জেলা দল। ১৪৭ রানের বিশাল ব্যবধানে তারা হারিয়েছে ফেনী জেলা দলকে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা খাগড়াছড়ি জেলা দল ৪৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেঞ্চুরি করে কাউসার আহমেদ। ১২১ বলে ১০৮ রান সংগ্রহ করে কাউসার। মেরেছে ১২টি চার। এছাড়া সাইফাদ ১৮, আসাদুল ১২, বিজয় দে ১৬ রান করে। ফেনী জেলা দলের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছে আবিদ এবং সাফোয়ান। জবাবে ব্যাট করতে নামা ফেনী জেলা দল ২৭.৩ ওভারে ৮০ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ইফতেখার ১২, ইসরাত ১৪, আবদুল্লাহ করে ১৭ রান। খাগড়াছড়ি জেলা দলের পক্ষে ৭.৩ ওভার বল করে ৫ টি মেডেন সহ মাত্র ২ রান খরচায় ৭ উইকেট লাভ করে মুনান চাকমা।