বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে উঠেছে চট্টগ্রাম জেলা দল। গতকাল মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় চট্টগ্রাম ৬ উইকেটে কুমিল্লা জেলাকে পরাজিত করে। আজ দ্বিতীয় সেমিফাইনালে কক্সবাজার এবং লক্ষ্মীপুুর পরস্পরের মুখোমুখি হবে। দু’দলের বিজয়ীর সাথে চট্টগ্রাম আগামী ১০ জানুয়ারি শুক্রবার ফাইনালে অবতীর্ণ হবে। গতকালের সেমিফাইনালে কুমিল্লা টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি চট্টগ্রামের বোলারদের সামনে। ২৮.৩ ওভার ব্যাট করে কুমিল্লা মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায়। তাদের উদ্বোধনী জুটি ২৬ রানে বিচ্ছিন্ন হয়। এরপর নিয়মিত বিরতিতেই তাদের উইকেট পড়তে থাকে। ওপেনার ওয়াসিফউদ্দিন ১০ রান করে মো. শাকিবের বলে মিসবাহর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেয়। অপর ওপেনার মিনহাজুল ইসলামের ব্যাট থেকে আসে ইনিংসের সর্বোচ্চ ২৫ রান। মিনহাজ আরশাদুল হক আয়ানের বলে বোল্ড হয়ে যায়। এ দুজন ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে আসে তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান ২০। কুমিল্লার চার ব্যাটার কোন রানই যোগ করতে পারেনি।
চট্টগ্রামের পক্ষে বাঁ হাতি স্পিনার মো. মারুফ এবং অফ স্পিনার আরশাদুল হক আয়ান প্রত্যেকেই ১০ রান দিয়ে ৩টি করে উইকেট তুলে নেয়। ২টি উইকেট পায় পেসার মো. শাকিব। ১টি করে উইকেট দখল করে সৈয়দ আইমন আমিন এবং আবদুল্লাহ আল সাঈদ। জবাব দিতে নেমে চট্টগ্রামের দুই উদ্বোধনী ব্যাটার আশাদুল হক আয়ান এবং ইভান রায়হান ৫৪ রান যোগ করে। আরশাদুল ২৩ বলে ১৭ এবং ইভান ৩৩ বলে ২১ রান করে আউট হয়। পরবর্তীতে অমিত কুমার এবং অনুরাগ কোন রান না করেই বিদায় নেয়। অমিত এলবি এবং অনুরাগ রান আউটের শিকার হয়। এরপর পরিস্থিতি সামাল দেয় মিসবাহ এবং আবদুল্লাহ আল সাইদ। মিসবাহ ৯ এবং আবদুল্লাহ ৩ রানে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেয়। অতিরিক্ত থেকে যোগ হয় সর্বোচ্চ ২৫ রান। ১৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে চট্টগ্রাম তুলে নেয় ৭৫ রান। কুমিল্লার পক্ষে ১টি করে উইকেট পায় হাসান শাহার এবং ইফাদ হোসেন।