ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে তৃতীয় জয় চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল রাঙ্গামাটি জেলার মেরি স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বীতার পর চট্টগ্রাম জেলা দল ১ উইকেটে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা চাঁদপুর জেলা দল ৪২ ওভারে ৯ উইকেটে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করে অয়ন চক্রবর্তী। এঠাগা ১২ রান করে আসে অন্তর এবং আইমানের ব্যাট থেকে। অতিরিক্ত থেকে আসে ২১ রান। চট্টগ্রাম জেলা দলের সাকিব আকন্দ নিয়েছে ৩ উইকেট। ২টি উইকেট নিয়েছে আবদুল্লাহ আল সায়িদ। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা দল ৩১.১ ওভারে ৯ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে দলের জয় নিশ্চিত করে। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করে অমিত কুমার। এছাড়া আরশাদুল ২২, আজমাইন ১৬, সাকিব করে ১৪ রান। অতিরিক্ত থেকে আসে ২৯ রান। চট্টগ্রাম জেলা দলের পাঁচজন ব্যাটার আউট হয়েছে শূন্য রানে। চাঁদপুর জেলা দলের পক্ষে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছে আইমান। ৩টি উইকেট নিয়েছে সাজু আহমেদ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় ফুটবল প্রতিযোগিতায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্টেডিয়ামকে উৎসবে পরিণত করতে চায় বিএনপি