বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় চট্টগ্রাম দ্বিতীয় জয় পেয়েছে। গতকাল মঙ্গলবার রাঙ্গামাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ১০২ রানের বড় ব্যবধানে খাগড়াছড়িকে পরাজিত করে। আগের দিন চট্টগ্রাম তাদের প্রথম খেলায় চাঁদপুর জেলাকে হারিয়েছিল। গতকাল টসে জিতে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নামে। ৪৭.৪ ওভার খেলে ১৭৯ রান সংগ্রহ করে সব উইকেট হারায় তারা। উদ্বোধনী জুটিতে আরশাদুল হক এবং ইভান রায়হান ৪৬ রান সংগ্রহ করে বিচ্ছিন্ন হয়। আরশাদ ১১ এবং ইভান ১৮ রান করে আউট হয়ে যায়। পরে অমিত কুমার ৪০,মো. মিসবাহ ৩২ এবং অনুরাগ বড়ুয়া ২১ সংগ্রহ করলে রানসংখ্যা শতের কোটা পার হয়। তবে চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৪২ থেকে। টেইলএন্ডাররা ব্যাট হাতে সুবিধা করতে পারেনি। খাগড়াছড়ির পক্ষে আহনাফ ইসলাম ২৯ রান দিয়ে ৪টি এবং মাহমুদুল ইসলাম ১৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করে। ১টি করে উইকেট পায় সিহান মাহমুদ এবং ধর্মদীপ বড়ুয়া। জবাবে ব্যাট করতে নেমে খাগড়াছড়ি ২৮.১ ওভার ব্যাট করে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায়। দলের দুই ওপেনার নাজমুল হাসান এবং শাকিল সালমান যথাক্রমে ১৮ এবং ১৩ রান সংগ্রহ করে। বাকিদের কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। অতিরিক্ত থেকে যোগ হয় ২৭ রান। চট্টগ্রামের পক্ষে মো. মারুফ ৮ রান দিয়ে এবং অর্নব বড়ুয়া ৬ রান দিয়ে ৩টি করে উইকেট পায়। এছাড়া আবদুল্লাহ আল সাঈদ ২টি,সাকিব আখন্দ এবং আরশাদুল হক ১টি করে উইকেট নেয়।