বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় জয় পেয়েছে চট্টগ্রাম জেলা দল। গতকাল সোমবার রাঙ্গমাটির মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের প্রথম খেলায় চট্টগ্রাম ৭ উইকেটে চাঁদপুর জেলা দলকে পরাজিত করে। টসে জিতে চট্টগ্রামে প্রথমে ব্যাট করতে পাঠায় চাঁদপুর জেলাকে। তারা নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩৮.৫ ওভার ব্যাট করে। সব উইকেট হারিয়ে তারা মাত্র ৭৪ রানে গুটিয়ে যায়। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ২৬ রান থেকে। এছাড়া দুই ওপেনার সাজু আহমেদ এবং ইরফান শফি যথাক্রমে ১৯ এবং ১০ রান করে আউট হয়ে যায়। অন্যদের মধ্যে আর কেউ দু’অংকের ঘরে পৌঁছতে পারেনি। দলের চার ব্যাটার শূন্য রানে বিদায় নেয়। চট্টগ্রাম দলের বোলার মো. মারুফ ৮.৫ ওভার বল করে ৪ মেডেনে মাত্র ৭ রান দিয়ে ৪টি উইকেট দখল করে নেয়। তাকেই ম্যান অব দি ম্যাচ ঘোষণা করা হয়। অন্যদের মধ্যে ২টি করে উইকেট লাভ করে সৈয়দ ইলমান,আবদুল্লাহ সাইয়েদ এবং আরশাদুল হক।
জবাব দিতে নেমে চট্টগ্রাম জেলা দল ১৩ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৭৫ রান তুলে নেয়। দলের ওপেনার ইভান রায়হান ৩৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকে। অপর ওপেনার আরশাদুল হক ১৯ রান করে আউট হয়। অতিরিক্ত থেকে আসে ১৭ রান। চাঁদপুর জেলা দলের আবরার জাহিন, আবির ভুইয়া এবং অন্তর ঘোষ ১টি করে উইকেট পায়।