ইম্পেরিয়াল সিটি প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি

পঙ্গু ভিক্ষুকের কর্মসংস্থান

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন চত্বরে রাস্তার পাশে ভিক্ষা করতেন সত্তরোর্ধ্ব পঙ্গু এক ব্যক্তি। সংসার চালাতে ভিক্ষাই ছিল তার একমাত্র পেশা। বাধ্য হয়ে ভিক্ষা করলেও তা দিয়ে সংসার চালাতে মন চাইছিল না তার। তাই খুঁজছিলেন বিকল্প আয়ের উৎস। একসময় তার সাথে কথা হয় লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির সদস্যদের। তারা ওই ভিক্ষুকের কথা জানালেন লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের কাছে। তাকে কিনে দেয়া হল একটি ওয়েট মেশিন। যেখানে ছিল ভিক্ষার থালা, সেখানেই বসিয়ে দিল হলো ওজন মাপার মেশিন। প্রতিজনের ওজন মাপার বিনিময়ে নেয়া হয় ৫ টাকা। আগে যেখানে কেউ কেউ ১ টাকা কিংবা ২ টাকা দিয়ে যেত ভিক্ষুকের থালায় সেই তারাই এখন ওজন মেশিনে উঠে ৫ টাকা দিয়ে যান পঙ্গু সেই ভিক্ষুককে। এতে যেমন আয় বেড়েছে সেই ভিক্ষুকের, তেমনি রক্ষা পেয়েছে আত্মসম্মানও। গত বছরে নেয়া লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির এ প্রকল্পের স্বীকৃতি মিলেছে লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক সদর দপ্তর থেকে। তারা তাদের পেজ থেকে এক ওয়েবিনারের মাধ্যমে আজ সন্ধ্যায় প্রকাশ করবে ভিডিও লিংক। এ উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় লায়ন্স ফাউন্ডেশন ভবনের প্রকৃতি হলে এক সভার আয়োজন করেছে। সভা থেকে ওয়েবিনারে অংশ নেবেন ক্লাব সদস্যরা। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লায়ন রোসাঙ্গীর বাচ্চু ওয়েবিনার পরিচালনা করবেন। ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুল মতিন সরকার লায়ন সদস্যদের সভায় অংশ নিতে অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংকের চকরিয়া ও কেরানীহাট শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধচসিকের রাজস্ব সার্কেল-৭-এ স্পটে হোল্ডিং ট্যাক্স আদায় শুরু