ইমাম হোসাইন (রা.) শাহাদাতবরণের মধ্য দিয়ে ইসলামকে সমুন্নত করেছেন

আহলা দরবারে শাহাদাতে কারবালা মাহফিল

| রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীর আহলা দরবার শরীফে শাহাদাতে কারবালা মাহফিল দরবার প্রাঙ্গণে গত ১২ আগস্ট সৈয়দ মু. এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন সৈয়্যদ মু. শাহাব উদ্দিন শাহ্‌ আল ফারুকী।

সৈয়্যদ মুফতি মাঈনুল ইসলাম জুনায়েদ আল-মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি ছিলেন মুফতি ফরিদুল আলম রেজভী, সৈয়দ মানজারুল ইসলাম সোনায়েম, আল্লামা মুফতি বাকি বিল্লাহ আল-আযহারী, গাজী মঈনুদ্দীন রেজভী, ইসমাইল হোসেন সিরাজী, মঞ্জুর হোসেন আল-কাদেরী।

উপস্থিত ছিলেন মো. আবু তাহের সওদাগর, শেখ মনির উদ্দিন, মো. রেজাউল করিম চৌধুরী, মো. সাইফুদ্দিন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইন (রা) শাহাদাতবরণের মধ্য দিয়ে ইসলামকে সমুন্নত করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মোমেন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার জিল্লুর ভান্ডারী হত্যা মামলার আসামি ৭ বছর পর গ্রেফতার