ইমাম হোসাইন (রা.) ন্যায় ও সত্যের পথে আপসহীন ছিলেন

আনজুমান ট্রাস্টের মাহফিলের সমাপনীতে বক্তারা

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের সমাপনী দিবসে বক্তারা বলেন,প্রিয় নবীজীর আওলাদ ইমাম হোসাইন (রহ.) দ্বীন ইসলামের স্বকীয়তা তথা বিকৃতির হাত থেকে রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এমন নজির নেই। কারাবালা প্রান্তরে হোসাইনী কাফেলা ইসলামের সুউচ্চ মিনারকে সমুন্নত ও অমলীন রাখার দায়িত্ব পালন করেছেন। কারবালার মূল শিক্ষা ও চেতনা হলো সত্যের পথে অবিচল থাকা, অন্যায়ের প্রতি মাথা নত না করা, কোন আপোষ না করা। তাঁদের ত্যাগের কারণে ইসলামের মহিমা উজ্জ্বল হয়েছে, ইসলাম পেয়েছে নবচেতনা। পক্ষান্তরে ইয়াজিদীরা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে। অন্যায়, অসত্য, অনৈতিকতা ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে মাথা নত না করাই কারবালার মূল শিক্ষা। কারবালার চেতনা ও শিক্ষা অন্তরে ধারণ করে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আদর্শালোকে জীবন পরিচালনা করতে হবে।

গত ৬ জুলাই ষোলশহরস্থ আলমগীর খানকা শরীফে আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে পবিত্র গেয়ারভী শরীফ ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রাস্টের এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, মুহাম্মদ তৈয়বুর রহমান, লোকমান হাকীম মোহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ নুরুল আমিন, মাহবুবুল আলম, প্রফেসর জসীম উদ্দীন, সাদেক হোসেন পাপ্পু, মাহবুব ছফা, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ নেওয়াজ, মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ। তাকরির করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ কাজী আবদুল আলীম রেজভী, মাদ্‌রাসাএ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী।

শেষে মুসলিম জাহানের শান্তি কামনা করে আখেরী মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিকগোষ্ঠীর আয়ের কথা মাথায় রেখে বাঁশখালী হাসপাতালকে সাজানো হবে
পরবর্তী নিবন্ধআত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যে নিহিত এতিম লালন-পালনের সার্থকতা