ইমাম হোসাইন (রা.) এর আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

শাহাদাতে কারবালা মাহফিলে ড. আ ফ ম খালিদ

| বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন পরিষদের পবিত্র আশুরা মোবারক ও শাহাদাতে কারবালা শীর্ষক সেমিনার গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। মাহফিল উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী মো. হাসানের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মুহাম্মদ এহছানুল হক মিলন মাহফিল সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সেকান্দর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ এস এম বজলুর রশিদ মিন্টু। প্রধান আলোচক ছিলেন আইআইইসির অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ আলোচক ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দীন, খতিব মাওলানা মাহমুদুল হক মোজাফ্‌ফর। আলোচনায় অংশ নেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু, অ্যাডভোকেট কাশেম কামাল, অ্যাডভোকেট নিজাম উদ্দীন, অ্যাডভোকেট কুতুব উদ্দীন, অ্যাডভোকেট ফখরুদ্দীন মো. জাবেদ, অ্যাডভোকেট মো. আলমগীর প্রমুখ। ড. ..ম খালিদ হোসেন বলেন, দ্বিধা বিভক্তি ভুলে গিয়ে সকল মুসলিমকে হযরত ইমাম হোসাইন (রা.) এর সঠিক আদর্শ অনুসরণ ও অনুকরণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গমাতা বাঙালি নারীর জন্য অনুপ্রেরণা
পরবর্তী নিবন্ধসকল সংকট ও দুর্যোগে বিএনপি জনগণের পাশে ছিল, থাকবে