ইমাম হোসাইন (রহ.) নিজের জীবন উৎসর্গ করে ইসলামকে পুনরুজ্জীবিত করেছিলেন

আমির ভাণ্ডারে কারবালা মাহফিলে বক্তারা

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৫ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, ইমাম হোসাইন (রা.) কারবালার ময়দানে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে শাহাদতবরণ করেছিলেন কিন্তু অসত্য ও অন্যায়ের কাছে মাথানত করেননি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের জীবন উৎসর্গ করে ইসলামকে স্বমহিমায় পুনরুজ্জীবিত করেছিলেন।

পটিয়া আমির ভাণ্ডার দরবার শরীফে ১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ তৌহিদ শাহ আমিরী। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী। বিশেষ অতিথি ছিলেন সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল আলিম, ছালেহ আহম্মদ হাছান, ডা. মুহাম্মদ শাখাওয়াত হোসাইন হিরু, আবদুল হাকিম রানা, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ ইছহাক, আবুল মনসুর আমিরী। আলোচক ছিলেন আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধপটিয়ায় বসতঘর থেকে উদ্ধার অজগর ও শঙ্খিনী সাপ