হাটহাজারী থানার নন্দীরহাটের পশ্চিমে মাহমুদাবাদ প্রতিষ্ঠিত ইমাম হোসাইন (রাদ্বি.)-মাস্টার সিরাজ সুন্নিয়া দাখিল মাদ্রাসার ৮ম সালানা জলসা কাল শনিবার মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। আল্লামা কাজী মুঈন উদ্দিন আশরাফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলাহ। উদ্বোধক থাকবেন অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী। সালানা জলসা সফলকল্পে প্রস্তুতি সভা মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল্লাহ রায়হান খান আল কাদেরির সভাপতিত্বে বুধবার অনুষ্ঠিত হয়। সুপার মাওলানা মুহাম্মদ আরমান শাহর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল কালাম শাহ আমেরি। প্রেস বিজ্ঞপ্তি।