ইমাম হোসাইনের (রা.) আত্মত্যাগ না হলে, ইসলামের মূল আদর্শ চিরতরে মুছে যেতো

আল-হাসনাইন মিশনের মাহফিলে বক্তারা

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৫৩ পূর্বাহ্ণ

আলহাসনাইন মিশনের কারবালা মাহফিলে বক্তারা বলেন,ইমাম হোসাইন (রা.)’র শাহাদত মূলতঃ ইসলামকে চির কলংক মুক্ত রাখা। ইয়াজিদের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ও তার দুঃশাসনের বিরুদ্ধে ইমাম হোসাইন (রাঃ)’র এই আত্মত্যাগ না হলে ইসলামের মূল আদর্শ পৃথিবী হতে চিরতরে মুছে যেতো। বক্তারা ইসলামের সঠিক ইতিহাস সংস্কৃতি ও আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আলহাসনাইন মিশন বাংলাদেশ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় হালিশহর ১১নং ওয়ার্ড এ ব্লক বাসস্ট্যান্ড চত্বরে ১৮তম শাহাদাতে কারবালা মাহফিলে বক্তারা উপরোক্ত কথা বলেন। গত ২০ জুলাই সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ মঈনুদ্দিন সান্‌জারীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবুল হাসেম। প্রধান অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ মাওলানা মোশাররফ হোসেন হেলালি মোজাদ্দেদী।

প্রধান বক্তা ছিলেন মাওলানা গোলাম রব্বানী কাসেমী। বক্তব্য রাখেন নাছির উদ্দীন আনোয়ারী, মহিউদ্দিন তাহেরী, জিয়াউল হক বিপ্লবী, হারুনুর রশিদ আলকাদেরী, ইমরান হোসেন, হাফেজ ইলিয়াস।

মুহাম্মদ হেলাল উদ্দিন আল কাদেরীর সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসাইন, অ্যাডভোকেট এইচ এস শাকিল, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন তমিজী, ইলিয়াস খান ইমু, কাজি আবুল হোসেন, হাফেজ মাসুদ, মাওলানা শেখ ওসমান গনি, হাফেজ ওমর ফারুক, হাফেজ আবদুল কাদের, হাফেজ জুবায়ের, আবদুল আজিজ, ইমরান হোসেন মানিক, ইরফান হোসেন, ক্বারি মোসাদ্দেক মোরশেদ, শায়ের আবু জাফর, হাসান রেজা, মুহাম্মদ শাকিল প্রমুখ। পরে দেশজাতি ও মুসলিম উম্মাহর শান্তি অগ্রগতি কামনা করে মুনাজাত করেন মাওলানা মোশাররফ হোসেন হেলালি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধদুই হত্যা মামলায় পিতা-পুত্রসহ তিন আসামি গ্রেপ্তার