ইমাম হোসাইনের (রহ.) শাহাদাতই হক ও বাতিলের পার্থক্য

কারবালা মাহফিলে বক্তারা

| রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

শোহাদায়ে কারবালা উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় গাউসিয়া হক ভাণ্ডারীর মাদরাসাই শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে ৫দিনব্যাপী কারবালা মাহফিলের ৪র্থ দিবস গত ৪ জুলাই অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এওয়াই এমডি জাফর। প্রধান আলোচক ছিলেন মাওলানা নিজাম উদ্দিন চিশতি। বিশেষ আলোচক ছিলেন মাদরাসাএ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবী প্রভাষক মুজিবুল হক মাইজভাণ্ডারী। বক্তারা বলেন, আহলে বাইয়াতের প্রতি ভালবাসা ও ইমাম হোসাইনের (রহ.) শাহাদাতই হলো হক ও বাতিলের পার্থক্য তথা মুমিনের পরিচয়। উদযাপন পরিষদের সদস্য সৈয়দ আবু আহমদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপদেষ্টা শেখ মোকসেদুর রহমান দুলাল, কোচেয়ারম্যান এম মাকসুদুর রহমান হাসনু, ফজলুল হক ফজু ও মোহাম্মদ সেলিম, সচিব হাবীবুল হোসাইন, আশরাফুজ্জামান আশরাফ, মহিব উল্যাহ, মোহাম্মদ ওমর ফারুখ, মুহাম্মাদ শওকত হোসাইন রুবেল, মো. খুরশিদ আলম, হারুন রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বসতঘর থেকে উদ্ধার অজগর ও শঙ্খিনী সাপ
পরবর্তী নিবন্ধপটিয়ার খরনা-হাইদগাঁও রাজঘাটা সড়কের বেহাল অবস্থা, দুর্ভোগ