ইমাম হোছাইনের (রা.) আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রেরণা

আগ্রাবাদ সিডিএ আবাসিকে মাহফিলে আল্ল্লামা জুবাইর

| রবিবার , ২০ জুলাই, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, ইসলামী চিন্তাবিদ জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, ক্ষমতার লোভে নয়, কুরআনসুন্নাহর আদর্শ মোতাবেক ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই ইমাম হোছাইন (রাদ্বি.) কারবালার প্রান্তরে আত্মোৎসর্গ করেছেন। তাই সমাজের সর্বস্তরে ন্যায়নীতি প্রতিষ্ঠায় ইমাম হোছাইনের (রদ্বি.) আত্মত্যাগ যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।

গতকাল বাদে এশা নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ১ নং রোডে বলিরপাড়া গাউসিয়া যুব কমিটির ব্যবস্থাপনায় আহলে বায়াতে রাসূল (.) ও শোহাদায়ে কারবালার স্মরণে ১৭তম মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বলিরপাড়া গাউসিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল আহমদ আল কাদেরির সভাপতিত্বে ও মাওলানা নাছির উদ্দিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন দারুন্নাজাত ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি ওসমান গনি সালেহী ও বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন কাদেরী। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ হারুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মাসুদ আলি, মুহাম্মদ জুয়েল, মুহাম্মদ ফরহাদুল ইসলাম, মুহাম্মদ সাগর, মুহাম্মদ তুষার, গোলাম মোস্তফা শুভ, মুহাম্মদ ইমন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ হৃদয়, মুহাম্মদ নবী, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ অনিক, ইরফান আহমেদ কায়সার, মুহাম্মদ জিসান, মুহাম্মদ রিফাত, রবিউল হোসাইন, মুহাম্মদ কিষান, নূর মুহাম্মদ নাবিল, মুহাম্মদ সামশু, মুহাম্মদ সানি, মুহাম্মদ ইমতিয়াজ, মুহাম্মদ দিপু, ইসতাকুর আনোয়ার রাহিব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি